Sunday, 20 September 2015

ফের কল্যাণীতে অস্ত্রভাণ্ডারের হদিশ পেল সিআইডি ABP Ananda http://abpananda.abplive.in/





ফের কল্যাণীতে অস্ত্রভাণ্ডারের হদিশ পেল সিআইডি
     ABP Ananda
http://abpananda.abplive.in/
ABP NEWS

নদিয়া: এক মাসের মধ্যে দ্বিতীয়বার। কল্যাণীর গয়েশপুরে ফের হদিশ মিলল অস্ত্র ভাণ্ডারের। গ্রেফতার পাঁচজন। কোথা থেকে আসছে এত অস্ত্র? কেন সীমান্ত সংলগ্ন নদিয়ায় বারবার হদিশ মিলছে অস্ত্রভাণ্ডারের? উঠছে প্রশ্ন। নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা।
কোথাও একের পর এক চুরি, ডাকাতি। কোথাও উদ্ধার একের পর এক অস্ত্রভাণ্ডার। আতঙ্কিত সাধারণ মানুষ।
এক মাসের মধ্যে সিআইডি-র দ্বিতীয় অভিযান। তাতেও সন্ধান মিলল বিপুল অস্ত্রভাণ্ডারের। ঘটনাস্থল সেই কল্যাণীর গয়েশপুর। শনিবার সকালে গয়েশপুরের ন’নম্বর ওয়ার্ডে হানা দেয় সিআইডির তদন্তকারী দল। বালিপুকুর এলাকার কয়েকটি বাড়ি এবং ক্লাবে তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে বিশাল অস্ত্রভাণ্ডার। উদ্ধার হয়, ৩৭টি বোমা, একটি দোনলা বন্দুক, দু’টি ৭.৬৫ এমএম পিস্তল, একটি নাইন এমএম পিস্তল এবং প্রায় ৬৪ রাউন্ড গুলি। ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
গতমাসের ২২ তারিখ এই কল্যাণীরই সগুণা লিচুতলা এলাকায় সিআইডি অভিযানে উদ্ধার হয় ১০০টি তাজা বোমা, ৫০টি পিস্তল, প্রচুর পরিমাণে বোমা তৈরির মশলা ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়। সেবারও ধৃতদের মধ্যে প্রশান্ত বিশ্বাস নামে এক ব্যক্তি ছিলেন, যিনি শাসক দলের ঘনিষ্ঠ বলে পরিচিত। এই প্রশান্ত বিশ্বাসের সহযোগী, প্রকাশ ব্যাপারিকে শনিবার অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে। প্রকাশও তৃণমূল ঘনিষ্ঠ বলেই স্থানীয় সূত্রে খবর।
গত একমাসের মধ্যে কল্যাণীতে একাধিকবার গুলি-বোমা চলেছে। ১৩ সেপ্টেম্বর গয়েশপুরের পাঁচ নম্বর ওয়ার্ডে ফুটবল প্রতিযোগিতা নিয়ে বিবাদের জেরে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। তার আগে ১৩ অগাস্ট তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে গয়েশপুরেই গুলি-বোমা চলে। দুষ্কৃতীদের এরকম বাড়বাড়ন্তের মধ্যেই আবার দু’বার অস্ত্রভাণ্ডারের হদিশ। লাগাতার এসব ঘটনার জেরে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা।
 From ABP Ananda News
#Gayashpur_Kalyani_Nadia_WestBengal


No comments:

Post a Comment