Sunday 10 December 2017

সর্বভারতীয় স্তরে, ইংরেজি নাটকের প্রতিযোগিতায় সারা ভারতবর্ষের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গের, নদীয়া জেলার, কল্যানীর, কল্যাণী শিক্ষায়তন হাই স্কুলের (Kalyani Shikshayatan High School) নবম ও দশম শ্রেণীর ছাত্রীরা । বিষয়টি সত্যিই ভীষণ গর্বের । #KSHS #KalyaniShikshayatanOfficial #KalyaniShikshayatanHighSchool

সর্বভারতীয় স্তরে, ইংরেজি নাটকের প্রতিযোগিতায় সারা ভারতবর্ষের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গের, নদীয়া জেলার, কল্যানীর, কল্যাণী শিক্ষায়তন হাই স্কুলের (Kalyani Shikshayatan High School) নবম ও দশম শ্রেণীর ছাত্রীরা । বিষয়টি সত্যিই ভীষণ গর্বের ।
#KSHS
#KalyaniShikshayatanOfficial
#KalyaniShikshayatanHighSchool

মাধ্যমিকের পরে পড়াশোনা এগোবে।
কি না, নিশ্চিত নয়। পা ফেলার সুযোগও হয়নি চেনা শহরতলির ।

বাইরে। ইংরেজি ভাষার সঙ্গে পরিচয় বাংলা মাধ্যম সরকারি স্কুলের পাঠ্যক্ৰম পর্যন্তই, এমন জায়গা থেকেই, জাতীয় মঞ্চে ইংরেজি ভাষায় নাটকের প্রতিযোগিতায় ষষ্ঠ স্থান লাভ করল কল্যাণী শিক্ষায়তনের চার ছাত্রী, স্কুলের নবম-দশম শ্রেণির চার ছাত্রী পিউ দাস, এলিজাবেথ সরকার, রিমা দে, দীপান্বিতা দে, কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যাণ্ড ট্রেনিং’-এর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের স্কুলের ইংরেজি শিক্ষক সায়ন্তন ঘোষের উৎসাহেই, তিনিই লিখেছিলেন আট মিনিটের নাটক। নিজেই মহড়া করাতেন রোজ। ব্লক, জেলা, রাজ্য স্তর পেরিয়ে জাতীয় মঞ্চে সেমি ফাইনালেও জেতে কল্যাণী শিক্ষায়তন, ফাইনালে মেলে ষষ্ঠ স্থান।।